ওয়েব পেইজ সম্পর্কে

এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক ওয়েব পেইজ। ইসলাম প্রচারই যার মুল উদ্দেশ্য। মহান আল্লাহর পথে আহবান করতেই নবী–রাসূলগণের পৃথিবীতে আগমন। মুমিনের জীবনের আন্যতম দায়িত্ব এই দাওয়াত। কোরআনুল কারিমে এ দায়িত্বকে কখনো দাওয়াত, কখনো সৎকার্যে আদেশ ও অসৎকার্যে নিষেধ, কখনো প্রচার, কখনো নসিহত ও কখনো দীন প্রতিষ্ঠা বলে অভিহিত করা হয়েছে। কোরআন ও হাদিসের বহু স্থানে এ কাজের গুরুত্ব, বিধান, পুরস্কার এবং এ দায়িত্ব পালনে অবহেলার শাস্তি আলোচিত হয়েছে। এই মহান কাজ করা মহান আল্লাহর নির্দেশ। এই মহান কাজের আনজাম প্রদানের জন্যই মহান আল্লাহ পৃথিবীতে অসংখ্যা নবী রসূল আলাইহিস সালাম প্রেরণ করেছেন।আমাদের রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লা কে দাওয়াত দিতে নির্দেশ প্রদাণ করা হয়েছে। মহান আল্লাহ তাকে নির্দেশ প্রদান করে বলেনঃ

يَا أَيُّهَا الرَّسُولُ بَلِّغْ مَا أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ وَاللّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ إِنَّ اللّهَ لاَ يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ

অর্থঃ হে রসূল, পৌছে দিন আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে। আর যদি আপনি এরূপ না করেন, তবে আপনি তাঁর পয়গাম কিছুই পৌছালেন না। আল্লাহ আপনাকে মানুষের কাছ থেকে রক্ষা করবেন। নিশ্চয় আল্লাহ কাফেরদেরকে পথ প্রদর্শন করেন না। [ সুরা মায়েদা ৫:৬৭ ]

তাই আমার এই পেইজ থেকে বিনা অনুমতিতে কপি পেষ্ট করা যাবে। কিন্তু সম্পূর্ণ লেখা কপি করে প্রচার করতে দুটি শর্থ দিলামঃ

০১। লেখার কোন পরিবর্তন করা যাবে না।

০২। লেখার উৎস উল্লেখ করার অনুরোধ রইল। 

লেখাগূলি ফেসবুক, গুগল প্লাস,  Instagram, Linkedin, Path, Tomblr, টুইটার সহ সকল যোগাযোগ মাধ্যমে প্রচার করে দ্বীন প্রচারে সহায়তা করুন। 

 

 

Leave a comment